চলতি জুলাইয়ে নির্ধারিত ছুটির বাইরে অতিরিক্ত বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। এই মাসে বিভিন্ন ধর্মের নানা উৎসব আছে। সেই উৎসবের কথা মাথায় রেখেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইতিমধ্যেই ভারতীয় ব্যাঙ্কিং সংস্থার সর্বোচ্চ বডি অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বা আরবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই নির্দিষ্ট বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। বলা হয়েছে, এই নির্দিষ্ট দিনগুলিতে বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি দুই ব্যাঙ্কই। তবে উক্ত দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চলবে অনলাইন পরিষেবা। অর্থাৎ অনলাইনে অর্থ লেনদেনের সম্পূর্ণ বিষয়টিই বজায় থাকবে।
আরবিআই-এর নীতি অনুযায়ী, ব্যাঙ্ক ছুটি থাকার নির্দিষ্ট তিনটে রেগুলেশন রয়েছে। এই তিনটি রেগুলেশনের মধ্যে Negotiable Instrument Act Holiday, Real Time Gross Settlement Act Holiday এবং Closing of Accounts। এই তিনটি ধারায় নির্ধারিত যে ছুটি অনুযায়ী দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও কো-অপারেটিভ সমস্ত ধরণের ব্যাঙ্ক বন্ধ থাকে। এই তিনটি ধারায় নির্ধারিত ছুটি অনুযায়ী স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী ও ক্রিসমাসে বন্ধ থাকে ব্যাঙ্ক। এছাড়াও ঈদ, দিওয়ালি, গুরু নানক জন্মদিন প্রভৃতি প্রোগ্রামে বন্ধ থাকে ব্যাঙ্ক।
প্রসঙ্গত, জুলাই মাসে মোট পনেরো দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। ১৬ই জুলাই দেরাদুনে হারেলা পূজার জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। জুলাই এর সতেরো তারিখে আগরতলা ও শিলং এ বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। উপলক্ষ্য ইউ তিরত সিং দিবস ও খারচি পূজা। ১৮ই জুলাই রবিবার। সেদিন এমনিই দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। জুলাইয়ের ১৯ তারিখ গ্যাংটকে ও জুলাইয়ের ২০ তারিখ জম্মু, কোচি ও শ্রীণগর ও ত্রিবান্দ্রমে বন্ধ থাকতে চলেছে সমস্ত ব্যাঙ্ক। জুলাইয়ের একুশ তারিখে ঈদ-উল-আধা উপলক্ষ্যে সারা দেশ জুড়েই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সাধারণ মানুষের এখনই চিন্তা করার কিছু নেই। ব্যাঙ্ক বন্ধ থাকলেও, অনলাইন পরিষেবা বজায় থাকবে। এছাড়াও ঈদ-উল-আধা ছাড়া আর অন্য কোনও দিনে গোটা দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকছে না। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অতএব আপনার আতঙ্কিত হওয়ার বিশেষ কারণ নেই।