বাংলার বিধানসভা নির্বাচনের পর প্রথম দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দিল্লী সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তিনি। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেমন যেমন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই মত সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতির সঙ্গে তাঁর এই সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় রাজ্যের আর্থিক দাবিদাওয়া এবং করোনার টিকা নিয়ে কথা হতে পারে বলে নবান্ন সূত্রের খবর।
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভার দীর্ঘ ভোট পর্বে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক লড়াই গোটা দেশের নজর কাড়ে। বাংলায় স্বয়ং মোদী বিজেপির প্রচারের প্রধান মুখ হয়ে ওঠেন। অন্যদিকে, মমতাই নিজের দলকে নেতৃত্ব দেন। দুয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত তৃণমূল নেত্রীই জিতে যান। যার ফলে জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। তবে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখেও সাংবিধানিক ও প্রশাসনিক দায় মেনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক রক্ষা করে যেতে চান মমতা। তাই আগের দুবারের মত এবারও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিল্লী সফরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী।