নবান্ন থেকে ফের একবার বিধানসভা উপনির্বাচন করানোর দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘ভবানীপুরে বেশ কিছু ওয়ার্ডে কোনও করোনা রোগী নেই। কিন্তু হারের ভয়ে উপ নির্বাচন করছে না বিজেপি’।
এদিন বিকেলেই দিল্লীতে রাষ্ট্রপতির কাছে উপনির্বাচনের দাবি জানিয়েছেন তৃণমূলের সাংসদরা। ঠিক সেই সময়েই নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমি ভবানীপুর নিয়ে কলকাতা পুরসভার একটা রিপোর্ট দেকছিলাম। অনেক ওয়ার্ডই কোভিডশূন্য’। মমতার কথা থেকে স্পষ্ট, তিনি মনে করছেন ভবানীপুরে উপনির্বাচন করানো সম্ভব।
এর আগে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যসভা ভোট করানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়েছিল। তখন রাজ্য সরকারের তরফে তাদের জানানো হয়, রাজ্যসভা তো বটেই, পশ্চিমবঙ্গে এখন সাতটি বিধানসভার উপনির্বাচনও করানো সম্ভব।
সেই সূত্র ধরেই মমতা বলেন, ‘আমরা ওদের বলেছিলাম, রাজ্যসভা তো বটেই, বিধানসভা ভোটের জন্যও আমরা তৈরি। উপনির্বাচন তো হবে একেকটা বিচ্ছিন্ন এলাকায়। তা ছাড়া গোটা রাজ্যেই করোনা এখন অনেকটা কমে এসেছে। বিজেপি সব কটা আসনে হারবে। তাই উপনির্বাচন করাতে চাইছে না।