এবার ভাটপাড়া পুরসভার সামনে গুলি চালনার ঘটনায় দুই জনকে আটক করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার ভরসন্ধ্যায় ভাটপাড়া পুরসভার সামনে গুলি চলে। আক্রান্ত হন ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরে হিমাংশু সরকারের সহকারী সৌরভ অধিকারী। স্থানীয়দের অভিযোগ, একটি এটিএমের সামনে সৌরভকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর বেশ কয়েক রাউন্ড গুলি চলে এলাকায়।
গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এলেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। তড়িঘড়ি আক্রান্ত সৌরভ অধিকারীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এ প্রসঙ্গে হিমাংশু সরকার বলেন, ‘আসলে এলাকায় পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতেই এই ধরনের হামলা। আমি ঘটনার সময়ে ছিলাম না। তবে গুলি চালনার খবর শুনেছি।’