বাংলা-সহ ৫ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি। ইতিমধ্যেই একাধিক রাজ্যে সেঞ্চুরি করেছে পেট্রোলের দর। করোনার জেরে রুটিরুজি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম এ হেন বাড়ায় মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ জেরবার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি মন্তব্য করেছেন, পেট্রোল-ডিজেলের চড়া দামের জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এ নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘একমাত্র গডকরির সাহস রয়েছে এ বিষয়ে সরব হওয়ার। তাঁর উচিত নিজের মাইক্রোফোনের আওয়াজ আরেকটু বাড়ানো। বাকি মন্ত্রীদের উচিত, নিজের মাইক্রোফোনটা চালু করা।’
মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। মোদী ক্ষমতায় এসে বলেছিলেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। আজ রাহুল তা নিয়ে কটাক্ষ করে বলেন, ‘নিজেও খেয়েছেন, ‘মিত্রোঁ’-দেরও খাইয়েছেন। শুধু আমজনতাকে খাবার খেতে দিচ্ছেন না।’ চিদম্বরমেরও প্রশ্ন, ‘সরকার কি বলতে পারে, মানুষ খাবে কী, কর্মক্ষেত্রে কী ভাবে যাবে?’ অবিলম্বে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম কমানোর দাবি তুলেছে কংগ্রেস। চিদম্বরম বলেন, ‘এই মূল্যবৃদ্ধির জন্য বাজারে চাহিদা বৃদ্ধি, বেশি নগদ জোগান দায়ী নয়। এর জন্য মোদী সরকারের ভুল নীতি ও অর্থনীতির পরিচালনায় ব্যর্থতা দায়ী। মন্ত্রিসভার রদবদল করে তা শোধরানো যাবে না। কারণ এই সরকারে একজনই মন্ত্রী। প্রধানমন্ত্রীই অর্থমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই ক্রীড়ামন্ত্রী।’