রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্য বাজেট এবং বিধান পরিষদ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হতে পারে। যদিও নবান্ন এবং রাজভবনের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
বুধবার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের বৈঠক নিয়ে কোনও আগাম ঘোষণা হয়নি। নবান্নে করোনা বিধি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান রাজভবনে। সূত্রের খবর, এ দিন পৌনে ৪ টে নাগাদ রাজভবনে ঢোকেন মমতা।
তবে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গও মুখ্যমন্ত্রীর সামনে তুলতে পারেন রাজ্যপাল। এ ছাড়াও বিধানসভায় মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে গতকালই রাজভবনে গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারীরা। সেই নিয়েও মমতা ধনকরের আলোচনার সম্ভাবনা থাকছে।
প্রসঙ্গত, জগদীপ ধনকর দায়িত্ব নেওয়ার পরই রাজ্য রাজ্যপাল সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে জৈন হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগ তোলায় সেই সম্পর্কে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। যদিও রাজ্যপাল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিন্তু লক্ষ্যণীয় হল, তারপর থেকেই ধনকরের টুইটের পরিমাণ কমে গেছে।