সৈন্য ও জঙ্গীদের সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা। মঙ্গলবার রাত থেকেই জঙ্গী এবং বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে৷ সেনা এনকাউন্টারে তিন জঙ্গীর মৃত্যু হয়েছে বলে খবর। এদের মধ্যে একজন পাকিস্তানের সন্ত্রাসী দল লস্কর ই তৈবার কমান্ডার আইজাজ, যার আসল নাম আবু হুরাইরা। বাকি দুই নিহত জঙ্গীর পরিচয় এখনও অজ্ঞাত। বুধবার সকালে টুইটে এ সংবাদ জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার। মঙ্গলবার গভীর রাত থেকেই এনকাউন্টার শুরু হয়েছিল।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পুলওয়ামা শহরে গা ঢাকা দিয়ে আছে জঙ্গীরা, গোপন সূত্রে এ খবর জানতে পারে জওয়ানরা। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান৷ জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গীরা। যা পরবর্তীতে এনকাউন্টারের রূপ নেয়৷ জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি জারি রেখেছে বিএসএফ। অপর দুই নিহত জঙ্গীর পরিচয় জানারও চেষ্টা চলছে।