সম্প্রতি জি নিউজের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখানো হয়েছে, রোহিঙ্গা মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করছে। উপস্থাপক সুধীর চৌধুরীকে ভিডিওতে বলতে দেখা যাচ্ছে যে ৪৫ জন হিন্দুর মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ১০০০ জন নিখোঁজ। বাচ্চা, মহিলা, প্রবীণ ব্যক্তি নির্বিশেষে নিধনযজ্ঞ চালাচ্ছে রোহিঙ্গারা। আর এই কথাগুলি সামাজিক মাধ্যমে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে। দাবি করা হচ্ছে, এই ঘটনাটি ঘটেছে কলকাতার পার্শ্ববর্তী এলাকায়। বাংলার ভোট পরবর্তী হিংসা বলে দাবি করা হয়েছে এই ঘটনাকে।
এবার আসা যাক সত্যতায়। জি নিউজের এই রিপোর্টটি ২০১৭ সালে সম্প্রচার হয়েছিল। এটি ডিএনএ শীর্ষক একটি অনুষ্ঠানের পর্ব। রিপোর্টে যে জায়গাটি দেখানো হয়েছে সেটি মায়ানমারের রাখিন রাজ্যের। ঘটনাটি আদতে এই দেশেরই নয়। সেখানে রোহিঙ্গারা হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছে। পুরো অনুষ্ঠানের ২:৫৮ মিনিট থেকে ৫:১৫ মিনিট অবধি কেটে ভাইরাল করা হয়েছে যাতে জায়গাটা কোথায়, তা বোঝা না যায়। কিন্তু পুরো অনুষ্ঠানটা দেখলেই বোঝা যায় যে, ঘটনাটি মায়ানমারের। অর্থাৎ পোস্ট করা ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো।