দিন দুয়েক আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনায় এবার তদন্তভার নিয়েছে সিআইডি। এবার তারই তদন্তে শুভেন্দুর অস্বস্তি বাড়িয়ে শান্তিকুঞ্জের সামনে পৌঁছে গেল সিআইডির প্রতিনিধি দল। শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই তদন্তভার নেয় সিআইডি। এ বার সেই তদন্তে নেমেই শুভেন্দুর বাড়ির সামনে পৌঁঁছে গেল সিআইডি। আজ, বুধবার তাঁর বাড়ির উল্টোদিকে পুলিশ ব্যারাকে পৌঁছে গিয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা।
জানা গিয়েছে, এই পুলিশ ব্যারাকেই থাকেন শুভেন্দুর দেহরক্ষীরা। এখানেই থাকতেন শুভব্রত। এই পুলিশ ব্যারাকেই মৃত্যু হয়েছিল তাঁর। তাই ঘটনাস্থল পরিদর্শন করতেই এ দিন পৌঁছে গিয়েছে সিআইডি-র প্রতিনিধিদল। এ দিন সকালে প্রথমে কাঁথি থানায় যান তাঁরা। সেখানে পুলিশের সঙ্গে কথা বলার পরই শুভেন্দুর বাড়ির সামনে ওই পুলিশ ব্যারাকে যান গোয়েন্দা আধিকারিকরা। প্রথমটায় তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনিই পুরো জায়গা ঘুরিয়ে দেখান। কোথায় শুভব্রত থাকতেন, সেই ঘরও দেখান দিব্যেন্দু।