অতিমারি পরিস্থিতিতে কানওয়াড় যাত্রায় অনুমতি দেওয়ায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট।
গত বছরও কোভিড সঙ্কটের কারণে কানওয়াড় যাত্রা বাতিল করা হয়েছিল। এ বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে এবং যখন তৃতীয় ঢেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই পরিস্থিতিতে কানওয়াড় যাত্রার আয়োজন করা আদৌ যুক্তিযুক্ত কি না, তা নিয়েই ভাবনা চিন্তা চলছিল।
কুম্ভমেলা নিয়ে বিতর্কের মাঝে আগেই কানওয়াড় যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। অন্য দিকে সেই পথে না হেঁটে মঙ্গলবার এই যাত্রায় অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তার পরেই এই বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। যোগী সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গে যেমন শ্রাবণ মাসে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালতে যায় পুরো রাজ্য, ঠিক তেমনই উত্তর ভারতে এই কানওয়ার যাত্রা। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডে এসে এই যাত্রায় শামিল হন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গা জল নিয়ে ভগবান শিবের মাথায় ঢালেন ভক্তরা। উত্তরাখণ্ড ছাড়াও বিহারের সুলতানগঞ্জ দিয়ে প্রবাহিত গঙ্গার জলও সংগ্রহ করেন বহু পুণ্যার্থী। এছাড়াও দিল্লী, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের মতো রাজ্য থেকে দলে দলে ভক্তরা আসেন।