বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই দলে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তিনি। নিজের বক্তব্য জানিয়েছিলেন এআইসিসি নেতৃত্বকেও। এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে কড়া চিঠি পাঠিয়ে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। চিঠিতে লিখলেন, ‘আপনার ইগো দলের এই বিপর্যয় ডেকে এনেছে’।
বুধবার সকালে রোহনের পদত্যাগপত্রটি জনসমক্ষে এসেছে। তিন পাতার ইস্তফাপত্রের ছত্রে ছত্রে অধীরের প্রদেশ কংগ্রেস পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন সোমেনতনয়। প্রদেশ সভাপতি হিসেবে অধীরের প্রথম ও দ্বিতীয় সময়কালে তাঁকে কী ভাবে অপমানিত করা হয়েছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। পিতা সোমেন প্রদেশ কংগ্রেস সভাপতি থাকা সত্ত্বেও যুব কংগ্রেসের নির্বাচনে তাঁকে কী ভাবে হারানো হয়েছিল, সে কথাও ক্ষোভের সুরে চিঠিতে তুলে ধরেছেন তিনি।
পদত্যাগপত্রে রোহন জানিয়েছেন, অধীরের নেতৃত্বে কাজ করতে তিনি কোনও আগ্রহ খুঁজে পাচ্ছেন না। প্রথম দফায় সভাপতি পদ হারানোর পর ‘প্রতিহিংসাবশত’ অধীর তাঁর যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন বলেও রোহন তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। এ ক্ষেত্রে অধীর তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে হাত মিলিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন সোমেন-পুত্র।