ভোট পরবর্তী হিংসার জেরে ফের খুন হলেন এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটে। তবে বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও খুনের ঘটনায় অভিযুক্তরা অধরা। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি তুলেছে তৃণমূল। এরপরেই তৃণমূল নেতা-কর্মীরা গুসকরায় রাজ্য সড়ক অবরোধ করে তাদের দাবি জানায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাখুড়িয়ার অঞ্চল সভাপতি ছিলেন মৃত তৃণমূল নেতা অসীম দাস। গতকাল সন্ধ্যায় তিনি কাশেমনগর থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী গুলি চালায়। তৃণমূল অন্যান্য নেতাদের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার বেশ কয়েকঘণ্টা কেটে যাবার পরেও পুলিশ এখনও অবধি কাউকে গ্রেফতার করতে পারেননি। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে থেকে গুসকরায় রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূলের স্থানীয় নেতা নেত্রী ও কর্মীরা। ফলত জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পুলিশ পুনরায় ঘুরে দেখেন। ঘটনাস্থলে অস্থায়ী ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। আজ সকালেই সিআইডি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।