সিনিয়র দলে তখনও অভিষেক হয়নি। সেসময়ে তিনি ভারতবর্ষের উদীয়মান ক্রিকেট তারকা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক। শেষ তখনই ক্যাপ্টেন হিসেবে তিনি বিশ্বকাপ জিতেছেন। এরপর সিনিয়র দলের অধিনায়ক হিসেবে দেশকে একটাও আইসিসি ট্রফি এনে দিতে পারেননি বিরাট কোহলি, সম্প্রতি তা নিয়েই ঝড় ওঠে সোশাল মিডিয়ায়। আর সে প্রসঙ্গেই এবার কড়া জবাব দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোহলিরই একসময়ের সতীর্থ সুরেশ রায়না।
ভারতের অন্যতম সেরা বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না বলেন, “আমি মনে করি তিনি এক নম্বর অধিনায়ক হয়েছেন। তার রেকর্ড প্রমাণ করে যে সে অনেক কিছু অর্জন করেছেন। আমি মনে করি তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আইসিসি ট্রফির কথা বলছেন তবে তিনি এখনও আইপিএল জিততে পারেননি। আমার মনে হয় তাকে কিছুটা সময় দেওয়া দরকার।”
উল্লেখ্য, বিরাট যেবার দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতান সেবার তিনি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারাতে পেরেছিলেন। অথচ সেই কেনের দলের কাছে হেরেই ২০১৯ সালের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। রায়নার কথায়, “এরপর একের পর এক তিনটি ওর্য়াল্ড কাপ রয়েছে। দুটি টি-২০ বিশ্বকাপ এবং একটি ওয়ান-ডে বিশ্বকাপ। ভারত সেখানে অবশ্যই ভাল ফল করবে। ফাইনালে ওঠাটাও মোটেই সহজ না। কখনও কখনও কিছু জিনিস মিস হয়ে যায়”।