সমস্যা মিটেই গিয়েছিল। উচ্চপ্রাথমিকের ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কিন্তু তারপরেও নতুন করে সমালোচনার মুখে পড়েছে তারা। অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। আদালতের দ্বারস্থও হয়েছেন তাঁরা। তার মধ্যেই হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের ‘বিক্ষুব্ধ’ চাকরিপ্রার্থীদের অভিযোগ নেওয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন।
গত শুক্রবার হাই কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দেয়। সেই সঙ্গে আদালত আরও নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিকেরইন্টারভিউয়ের তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তিনি কমিশনে নিজের অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। দু’সপ্তাহের মধ্যে অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার সকাল থেকেই সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের বাইরে অভিযোগ জমা দেওয়ার জন্য লাইন দেন চাকরিপ্রার্থীদের একাংশ। লিখিত আকারে নিজেদের অভিযোগ জমা দিচ্ছেন তাঁরা।