বাংশাজুড়ে এক দশক আগে তৈরি রাস্তাগুলিকে আরও মজবুত এবং প্রশস্ত করার লক্ষ্যে গ্রামীণ সড়ক যোজনার তৃতীয় পর্যায় বাস্তবায়নের জন্যে পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। প্রকল্পের প্রথম দুটি পর্যায়ের ন্যূনতম কাজ শেষ করার পাশাপাশি, তৃতীয় পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা মজবুত এবং সাড়ে পাঁচ মিটার অবধি প্রশস্ত করার লক্ষ্য মাত্রা গ্রহণ করেছে দপ্তর। রাস্তা মেরামতি এবং বাকি কাজ সম্পন্ন করার জন্যে মোট ২,৩৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ২০১১ সাল থেকে ২০২১ সালের মধ্যে ২৫,১৯০ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গ্রামীণ সড়ক যোজনা এবং পথশ্রী অভিযানের সূচনা করেছিলেন।
গত ২০১১ সালের মে মাস অবধি রাজ্যে ১০,৬৬৩ কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছিল। আর তারপর থেকে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে মোট ২৫,১৯০ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। লকডাউন থাকা সত্ত্বেও ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্যে যথাক্রমে ১,৫১৬ কোটি এবং ১,৪৬৫ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় মোট ২,১৮০ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক। অতিমারী থাকা সত্ত্বেও ২০২০-২১ অর্থবর্ষে ২,১৭৯ কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে। বাংলা গ্রামীণ সড়ক যোজনার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ৯৫% কাজ সম্পন্ন হওয়ায় রাজ্য এখন তৃতীয় পর্যায়ের কাজ শুরুর জন্যে প্রস্তুত। ২০২০- ২১ সালে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পে ৮৮১ কোটি টাকা পাওয়া গিয়েছিল এবং রাজ্যের তরফ থেকে ৫৮৭.৩৩ কোটি টাকা খরচ করা হয়েছিল। রাস্তা নির্মাণে ভালো কাজ করার জন্য রাজ্যর জন্যে আরও অতিরিক্ত ৮৮.৩১ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র।