এবার দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপির যুব মোর্চার এক নেতা। মঙ্গলবার বর্ধমানে দলের জেলা কার্যালয়ে দিলীপ ঘোষের বৈঠকে ঢুকতে না পেরে রীতিমতো চিৎকার চ্যাচামেচি শুরু করে দেন তিনি। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সহ সভাপতি ইন্দ্রনীল গোস্বামীর অভিযোগ, দিলীপবাবু তাঁকে ব্যক্তিগত ভাবে চেনেন। কিন্তু তাও দেখা করতে দেওয়া হয়নি তাঁকে।
প্রসঙ্গত, মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে বর্ধমানে যান দিলীপ ঘোষ। দলের জেলা সদর দফতরে ছিল বৈঠকের আয়োজন। দলের রাজ্য সভাপতি দফতরে প্রবেশ করতেই তাঁর পিছন পিছন প্রবেশ করার চেষ্টা করেন ইন্দ্রনীল। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। এরপরই কার্যত কাঁদতে কাঁদতে তুমুল চিৎকার শুরু করেন তিনি। হাত পা ছুঁড়ে জোর করে দিলীপের কাছে যাওয়ার চেষ্টা করেন। তখন সামনেই দাঁড়িয়ে ছিলেন দিলীপ ঘোষ। তাঁকে বলতে শোনা যায়, ‘সিন ক্রিয়েট করছে।’
এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে ইন্দ্রনীল বলেন, ‘দিলীপ ঘোষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমার বাড়িতে থেকেছেন খেয়েছেন। আমি আরএসএস-এর পুরনো কর্মী। আমার বাড়ি তৃণমূল বারবার ভাঙচুর করেছে। আর আজ জেলা সভাপতির বাছাই করা কতগুলো দুর্নীতিগ্রস্ত লোককে নিয়ে বৈঠক করছেন তিনি। এরকম চললে আমি সংগঠন ছেড়ে দেবো।’