রবিবার ফাইনালে দুটি পেনাল্টি বাঁচিয়ে দেশকে দ্বিতীয় বার ইউরো খেতাব জেতানোর অন্যতম কারিগর তিনি। সেই কৃতিত্বের পুরস্কারও পেলেন ইতালির গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমা। ইউরো কাপের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে প্রতিযোগিতার সেরা ফুটবলার হলেন তিনি। পাশাপাশি, পাঁচ গোল করার জন্য সোনার বুট পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বারের ইউরোয় মোট ৭১৯ মিনিট খেলেছেন ডোনারুমা। চারটি ম্যাচে ক্লিন শিট রেখেছেন। গোল হজম করেছেন মাত্র চারটি। ৯টি সেভ করেছেন। ইতালির বিজয়রথের উল্লেখযোগ্য সারথি ছিলেন তিনি। জিয়ানলুইগি বুফনের যোগ্য উত্তরসূরী হিসেবে ক্রমশ নিজেকে প্রতিষ্ঠা করেছেন ডোনারুমা।
এবার ইউরোয় পর্তুগালকে প্রি-কোয়ার্টারে বিদায় নিতে হলেও, তার মধ্যেই দেশের জার্সিতে পাঁচ করে ফেলেছিলেন রোনাল্ডো। একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকেরও পাঁচটি গোল রয়েছে। তবে তাঁর কোনও অ্যাসিস্ট নেই। পাশাপাশি রোনাল্ডোর থেকে বেশি সময় মাঠে ছিলেন তিনি। ফলত সোনার বুট পেলেন সিআরসেভেন-ই। ইতালির কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিলেও, স্পেনের তরুণ খেলোয়াড় পেদ্রি মাঝমাঠে নজর কেড়েছেন। দুর্দান্ত পাসিং এবং মাঠের অনেক এলাকা জুড়ে খেলার জন্য তাঁকে ইতিমধ্যেই তুলনা করা হচ্ছে আন্দ্রে ইনিয়েস্তার সঙ্গে।
উল্লেখ্য, এই ইউরোয় ৫১টি ম্যাচে ১৪২টি গোল হয়েছে। সব থেকে বেশি গোল করেছে ইতালি এবং স্পেন (১৩টি করে)। দলগত বা ব্যক্তিগত দুটি বিভাগেই বাকিদের থেকে এগিয়ে ইতালি। সব থেকে বেশি গোলের সুযোগ, ট্যাকল, বল কেড়ে নেওয়ার পরিসংখ্যানে এগিয়ে তারা। স্পেন এগিয়ে পাসিং এবং বল নিয়ন্ত্রণে। ব্যক্তিগত বিভাগে সব থেকে বেশি গতি এবং দূরত্ব কভার করেছেন যথাক্রমে লিয়োনার্দো স্পিনাজ্জোলা এবং জর্জিনহো। সব থেকে বেশি ট্যাকল করেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।