বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন মুকুল রায়। আর তারপর থেকেই ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে। দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এই আবহেই এবার বিজেপি নেতাকে সব্যসাচী দত্তকে রাজ্যের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া তৈরি হয়েছে নতুন জল্পনা।
প্রসঙ্গত, তৃণমূল থেকে যে নেতারা বিজেপিতে গিয়েছিলেন তাঁদের নিরাপত্তা তুলে নিয়েছিল নবান্ন। তড়িঘড়ি তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করেছিল অমিত শাহের দফতর। কেন্দ্রীয় নিরাপত্তার বেষ্টনীতে থাকতেন তাঁরা। কিন্তু মুকুল রায়ের মতো নেতা তৃণমূলে ফিরতে দেখা গিয়েছে তাঁর নিরাপত্তা ফিরিয়ে দিয়েছে রাজ্য। অন্যদিকে বেষ্টনী তুলে নিয়েছে কেন্দ্র। কিন্তু খাতায় কলমে এখনও বিজেপি নেতা সব্যসাচীর ক্ষেত্রেও এবার তেমনই ছবি দেখা গেল।
উল্লেখ্য, রাজ্য বিজেপিতে সাংগঠনিক পদে রয়েছেন সব্যসাচী। কিন্তু তারপরেও কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে খবর। তবে এরপরেই তাঁকে দেওয়া হয়েছে রাজ্যের নিরাপত্তা। এ ব্যাপারে সব্যসাচী বলেন, ‘আমি তো কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়িনি। তবে হ্যাঁ আমার সঙ্গে রাজ্যের একজন নিরাপত্তারক্ষী রয়েছেন!’
এদিকে, সম্প্রতি মুকুল রায়ের সঙ্গে দেখাও করেছেন সব্যসাচী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুকুলদার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক।’ যে মুকুল রায় তৃণমূলে ফেরার পরেই দাবি করেছিলেন আরও অনেকে বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসবেন তাঁর সঙ্গে সব্যসাচীর সাক্ষাতে স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলে ফেরার জল্পনা প্রশ্নেও সব্যসাচীর জবাব, ‘আমি তো জ্যোতিষী নই, ভবিষ্যতে কী হবে বলতে পারব না!’