গতকাল ভর সন্ধ্যায় মালদায় গুলিবিদ্ধ হলেন এক জমি ব্যবসায়ী। সূত্রের খবর, তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম নেপাল চৌধুরী। মালদার ইংরেজবাজার থানা এলাকার শোভানগরের বাসিন্দা তিনি। রবিবার সন্ধ্যায় উল্কা কালী মন্দিরের সামনে বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী নেপালকে লক্ষ্য করে গুলি চালায়।
তাঁর পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শব্দ পেয়ে লোক জড়ো হওয়ার আগেই এলাকা ছাড়ে অভিযুক্তরা। এরপর গুলিবিদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এর নেপথ্যে তা জানার চেষ্টা চলছে। তবে এলাকার মানুষের বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।