আগামী ১৯শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ই আগস্ট পর্যন্ত। ছুটি বাদ দিয়ে ১৯ দিন চলবে অধিবেশন। সোমবার এমনই ঘোষণা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পাশাপাশি, অধিবেশনে কী কী কোভিড নিয়ম মানতে হবে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সংবাদ সংস্থাকে ওম বিড়লা জানিয়েছেন, অধিবেশনে সাংসদ, সংসদের কর্মী এবং সংবাদমাধ্যমের কর্মীদের কোভিড নিয়ম মানতে হবে। তবে এবার আর আরটিপিসিআর পরীক্ষা করা হবে না। তবে যাঁরা টিকা নেননি তাঁদের পরীক্ষা আবশ্যিক। সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত চলবে অধিবেশন।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে করোনার গণটিকাকরণ। করোনার প্রকোপ রুখতে প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এর আগে সংসদের অধিবেশনে টিকাগ্রহণ বাধ্যতামূলক ছিল না। কোভিড আবহে নামমাত্রই চলেছিল বাজেট এবং শীতকালীন অধিবেশন। নির্দিষ্ট সময় ঠিক করে কাজকর্ম চলে। বন্ধ ছিল বিতর্ক, জিরো আওয়ারের কাজ। ভার্চুয়ালিও অংশ নিয়েছিলেন অনেক সাংসদ।
প্রসঙ্গত, এবার বাদল অধিবেশন হচ্ছে বছরের একেবারে মাঝামাঝি সময়। এর মধ্যে টিকাকরণ অনেকটা গতি পেয়েছে। ফলত বাদল অধিবেশনে যোগদানের সময় প্রত্যেক সাংসদ যাতে অন্তত একটি করে ডোজ নিয়ে নেন, তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, কোভিড বিধি জারি থাকায় সংসদ ভবনে সাংবাদিকদের প্রবেশও নিয়ন্ত্রিত। কিন্তু জিরো আওয়ার কিংবা বিতর্ক এবার হবে কিনা, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।