পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তবে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাঁর। এবার বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ তুলল তৃণমূল। উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তোলায় আগেই তাঁকে বিচ্ছিনতাবাদী তকমা দিয়েছিলেন গৌতম দেবের মতো তৃণমূল নেতারা। এবার তৃণমূলের তরফে তাঁকে জমি মাফিয়ার তকমা দেওয়া হল।
ইতিমধ্যেই বার্লার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। এই অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা শাসক সংশ্লিষ্ট জমির কাগজপত্র খতিয়ে দেখতে ভূমি দফতরকে নির্দেশ দিয়েছেন। বার্লার বিরুদ্ধে অভিযোগ, তিনি ডুয়ার্সের বানারহাট ব্লকের চামুর্চি এলাকায় সরকারি জমি অবৈধ ভাবে দখল করে রেখেছেন। সেখানে একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণ করছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ।
এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমারবাবু বলেন, ‘একজন মানুষ সাংসদ হোক বা মন্ত্রী, তাঁকে আইন মেনে চলতে হবে। আমি বানারহাট ব্লকের তৃণমূল নেতৃত্বের কাছ থেকে বেশ কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম যে সেখানে একটি সরকারি জমি দখল করে বিশাল মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। এই নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই আমরা জলপাইগুড়ি জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিলাম। জেলাশাসক আমাকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।’