৯ই আগস্ট রানী রাসমণি রোডে ‘আদিবাসী দিবস’ পালন করার ডাক দিয়েছে আইএসএফ। কিন্তু এবার জোট নয়, একাই পালন করবে এই কর্মসূচি। রবিবার দলীয় বৈঠকে আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। তিনি আরো বলেন যে, করোনা পরিস্থিতিতে কর্মসূচির জন্য অনুমোদন পাবো কিনা তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
তবে আইএসএফের এই একাই কর্মসূচি পালনের সিদ্ধান্তের পরই রাজনৈতিক মহলে সংযুক্ত মোর্চায় ভাঙ্গনের প্রশ্ন উঠেছে। অবশ্য এই প্রশ্নের উত্তরে নওশাদ বলেন, ‘সব দলের নিজস্ব কর্মসূচি নেওয়ার ক্ষমতা আছে। প্রত্যেকের সক্রিয়তা আছে। তাই এই কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত।’
উল্লেখ্য, এর আগে ব্রিগেডের সমাবেশে আইএসএফ এর আব্বাস সিদ্দিকী ও কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর মনোমালিন্য কারোর চোখ এড়ায়নি। গত ২১ শে জানুয়ারি ‘ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ তৈরীর ঘোষণা করে দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী। বাম ও কংগ্রেস কে শরিক করে ‘সংযুক্ত মোর্চা’ হিসেবে ভোটের ময়দানে নামে এবং ১টি মাত্র আসন জয়লাভ করে আই এস এফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকি ভাঙ্গর বিধানসভা থেকে। দল তৈরির ৬ মাসের মধ্যে শরিক ছাড়া একা কর্মসূচি পালনে মোর্চার ভাঙ্গনের প্রশ্ন থেকেই যাচ্ছে।