বর্তমানে পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া। এর প্রতিবাদে গতকাল থেকে রাস্তায় নেমেছে বাংলার শাসকদল তৃণমূল। শনিবার ও রবিবার রাজ্যজুড়ে তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কোথাও দেখা গেছে বিধায়ক মদন মিত্র গরুর গাড়ি চালাচ্ছেন, আবার কোথাও দেখা যাচ্ছে গাড়ি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে।
রবিবারের বিক্ষোভে অভিনব উপায়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। এদিন কাঁকুড়গাছিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রের সাধন পাণ্ডে। হঠাৎ কুণালবাবু সভাস্থলের কাছে একটি পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে পাম্পের কর্মীকে বলেন- ”আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি। সে ক্ষেত্রে কি একটু সস্তায় পেট্রোল পাওয়া যাবে?” পাম্পের কর্মী অবাক হয়ে যান।
এরপরে কুনাল ঘোষ মঞ্চ থেকে জানায়, ‘বিজেপিকে অনেকেই ভোট দিলেন কিন্তু তারা জয় শ্রীরাম বললেও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কি কমবে না। বিজেপি এমন একটা পার্টি যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, খালি ভুল বোঝায়। করোনা কালে মানুষ যখন রুটি-রুজির জন্য হন্যে হয়ে ঘুরছে তখন কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে মানুষের সমস্যা আরো বাড়িয়ে তুলছে।’