বাংলার রাজ্যপাল হয়ে আসাএ পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় রোজদিনই রাজ্যকে বিঁধে টুইট করতে দেখা যায় তাঁকে। এবার যেমন মাঝরাতে আচমকা টুইট করলেন ধনকর। যার বিষয়বস্তু সাংবিধানিক। শুক্রবার গভীর রাতে করা ধনকরের ওই টুইট নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। সেখানে হাসির খোরাক হতে হচ্ছে তাঁকে।
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে সরগরম হয়ে ওঠে রাজনীতির আঙিনা। এই আবহেই মাঝরাতে আচমকা সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করে টুইট রাজ্যপালের। বিধানসভা নির্বাচনের পর থেকে বেশ কয়েকবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রামের বিধায়কের সুরে সুর মিলিয়ে খানিক একইরকম অভিযোগ করেছেন খোদ রাজ্যপালও।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলেও অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করে টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে নেটিজেনদের একাংশ এত গভীরে যেতে রাজি নন। পরিবর্তে জগদীপ ধনকড়কে নিয়ে রীতিমতো মশকরায় মেতেছেন তাঁরা। ‘এত রাতে ঘুম না আসার’ কারণেই কী টুইট, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ‘কোন দুঃস্বপ্ন দেখলেন বুঝি’ এমন কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।