বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে জ্বালানির দাম বাড়ানোর বহর। নিত্যদিন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেল। সেঞ্চুরি আগেই পেরিয়েছিল। শনিবার কলকাতায় পেট্রোলের দাম পেরিয়ে গেল ১০১টাকার গণ্ডিও। ডিজেল ৯৩টাকা ছুঁইছুঁই।
শনিবার শহরবাসীকে এক লিটার পেট্রোলের জন্য খরচ করতে হবে ১০১ টাকা ১ পয়সা। লিটারপিছু ৩৯ পয়সা বাড়ল দাম। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। রাজধানী দিল্লীতেও একলাফে অনেকটা বাড়ল জ্বালানির মূল্য। সেখানে লিটারপিছু পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০.৯১ টাকা এবং ৮৯.৮৮ টাকা।
এদিন বাণিজ্যনগরী মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল মিলছে ১০৬ টাকায় ৯৩ পয়সা এবং ডিজেল মিলছে ৯৭.৪৬ টাকায়। মধ্যপ্রদেশের ভোপাল শহরে পেট্রলের দাম ১১০ টাকা লিটারের কাছাকাছি। সেখানে পেট্রোল বিকোচ্ছে লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৮ টাকা ৬৭ পয়সা দরে।