এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। আজ শনিবার ও আগামিকাল অর্থাৎ রবিবার রাজ্যের সব জেলায় চলবে ঘাসফুল শিবিরের বিক্ষোভ কর্মসূচী। ব্লক স্তরে এই কর্মসূচী চলবে। পথে নামবেন দলের শীর্ষ স্তরের নেতা-সহ দলীয় কর্মীরা। ৫০ জন একসঙ্গে পথে নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে বলে জানানো হয়েছে দলের তরফে।
শনিবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচী শুরু হয়ে গিয়েছে সব জেলায়। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচীতে নামে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচীতে কচুবেড়িয়া-গঙ্গাসাগর রোডের ওপর টায়ার ও বাইক জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা। পরে কাঠ জ্বালিয়ে রান্না শুরু করেন তাঁরা। এমনকি নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।
একই ছবি ক্যানিং-এ। শনিবার ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল ও যুব তৃনমূলের কর্মীরা মিছিল করেন। রান্নার গ্যাস ঘাড়ে করে সদানন্দ মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত এই মিছিল হয়। শুধু বিক্ষোভ নয়, গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচীও রয়েছে তৃণমূলের। পেট্রোল পাম্পে আসা ব্যক্তিদের থেকে প্রতিবাদের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।