পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে মনোনীত করায় বিধানসভার সব কমিটি ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে বিজেপি। এই নিয়ে শুভেন্দু অধিকারীকে ‘সীমাহীন সুবিধেবাদী’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর যুক্তি, এভাবে নতুন বিধায়কদের বঞ্চিত করা হচ্ছে।
শুক্রবার বিধানসভার মোট ৩৯ টি কমিটি ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে পিএসসি-র চেয়ারম্যান ঘোষণা করতেই হই-হট্টগোল শুরু করে দেয় বিজেপি। ওয়াকআউট করে কক্ষ ছেড়ে বিজেপি বিধায়করা বেরিয়েও যায়। শুভেন্দু তোপ দাগেন, ‘রাজ্য সরকার নিজেরাই খরচ করবেন নিজেরাই তার পরীক্ষা করবে’।
এই নিয়ে নাম না করে শুভেন্দুকে আক্রমণ শানিয়ে শনিবার একটি টুইট করেছেন কুণাল ঘোষ। লিখেছেন, ‘সস্তা রাজনীতির জন্য বিজেপি কয়েকজনকে বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য করা হল। আর তুমি নিজে পদ আঁকড়ে বসে। প্রতিবাদের দম থাকলে নতুন বিধায়কদের বঞ্চিত না করে নিজে ইস্তফা দিলে বুঝতাম! সপরিবারে শুধু নিতেই জানে। ওর রাজনীতির জন্য ত্যাগ করবে অন্যরা’। বলার অপেক্ষা রাখে না শুভেন্দু অধিকারীই কুণালের নিশানায়।
অন্য একটি টুইটে পেট্রোল ডিজেলের দাম নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন কুণাল। এদিন সকাল থেকেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। তাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘আন্দোলন করে দাম কমবে না’। তারই পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে ট্যাগ করে কুণাল টুইটে লেখেন, ‘পেট্রোল-ডিজেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনকে কটাক্ষ করেছেন। এতে মানুষের যন্ত্রণা নিয়ে উপহাস! ইউপিএ জমানায় সামান্য দাম বাড়লেও আপনারা কি করতেন দেখুন। সিপিএমের হাতে ধরেছেন। অবশ্য তখন তো আপনি আরএসএস দলটাও করতেন না। পেট্রোল সেঞ্চুরি প্রতিবাদে চলবেই’। সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের পুরনো প্রতিবাদের ছবি পোস্ট করেছেন কুণাল।