কেন্দ্রের নয়া ৩ কৃষি আইন বাতিলের দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। এরই মধ্যে শনিবার হরিয়ানার বিজেপির দু’টি সভায় হামলা করলেন তাঁরা। ওই দুই সভাতেই রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাদের আসার কথা ছিল। পুলিশ জানিয়েছে, হরিয়ানার যমুনানগর ও হিসার জেলায় সংঘর্ষ হয়। ওই দু’টি জেলায় দীর্ঘদিন ধরে কৃষকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। আন্দোলনের জন্য টেলকম পরিষেবারও ক্ষতি হচ্ছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী মূলচাঁদ শর্মার এদিন যমুনানগরে এক সভায় ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়।
কৃষকরা আগেই ঘোষণা করেছিলেন, বিজেপি অথবা জননায়ক জনতা পার্টিকে সভা করতে দেওয়া হবে না। তাই অশান্তির ভয়ে আগেই ওই অঞ্চলে বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ধিরে ফেলা হয় সভাস্থল। কিন্তু কৃষকরা ট্র্যাকটর দিয়ে ব্যারিকেড ভেঙে দেন। হিসার জেলায় গুরু জামবেশ্বর বিশ্ববিদ্যালয়ে এক সভায় রাজ্য বিজেপির সভাপতি ওম প্রকাশ ধনকরের ভাষণ দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের গেটে এদিন বিরাট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। দুপুরে কৃষকরা বিশ্ববিদ্যালয়ের গেটে আসেন। তাঁরা বলেন, বিজেপির অনুষ্ঠান বাতিল করতে হবে।