দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। তবে নতুন করে আতঙ্ক বাড়িয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা কিনা করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে। যদিও প্রায় ২ মাস ধরে দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। কিন্তু এবার দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে অনেকটা বাড়ল। এর ওপর একাধিক রাজ্যে করোনার নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। গতকাল উত্তরপ্রদেশে হদিস মিলেছে করোনার শক্তিশালী কাপ্পা ভ্যারিয়েন্টের। আবার ত্রিপুরার একসঙ্গে সন্ধান মিলেছে ৯০টি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত ১২০৬ জন। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন করোনামুক্ত হয়েছেন। গত একদিনে ৪৫ হাজার ২৫৪ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩।