তৃণমূলে থাকাকালীনও কোচবিহারের রাজনীতিতে নিশীথ প্রামাণিকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ‘মধুর’। দলবদলে নিশীথ এখন বিজেপি সাংসদ। সদ্য হয়েছেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রীও। এবার পুরানো মামলার রেশ টেনে তাঁকে তুলোধনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তবে সবটাই তিনি করেছেন কারোর নাম না করে। আরেক বিজেপি সাংসদ জন বার্লার নাম না করেও তোপ দাগেন তিনি।
রবীন্দ্রনাথ বলেন, ‘সাধারণ মানুষ আজ বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছে। এই যে দুজন মন্ত্রী করা হয়েছে উত্তরবঙ্গ থেকে, আগে দুজন হাফপ্যান্ট মন্ত্রী ছিলেন তাঁরা উত্তরবঙ্গ থেকে কিছুই করেননি। আরও যাদের করেছে তারাও এমপি হয়ে কাজ করতে পারেননি। কাদের করেছে যারা রাজ্যটাকে ভাঙতে চাইছে। উত্তরবঙ্গকে আলাদা করতে চাইছে। উত্তরবঙ্গের দুর্দশার কারণ হতে চাইছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে। উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চাইছে।’
এরপরেই সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমরা ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকারকে। এমন একজনকে মন্ত্রী করা হল, লজ্জা লাগে ভাবতে, যার বিরুদ্ধে ১১টারও বেশি ক্রিমিনাল কেস রয়েছে, ডাকাতির কেস, অপহরণের কেস রয়েছে, সিবিআই যার বিরুদ্ধে নোটিশ জারি করেছিল, আমরা দেখেছি সেই অপরাধ জগতের মানুষকে মন্ত্রিসভায় জায়গা দিয়ে কেন্দ্রের মন্ত্রিসভাকে কলুষিত করলেন এটাই আমরা মনে করছি। রাজ্যের মানুষ যেভাবে গর্জে উঠেছে, দেশের মানুষ গর্জে উঠেছে, আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।’