সাধারণ মানুষের কথা ভেবে কোনও ভাবেই বাসের ভাড়া বাড়ান যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উপর নতুন করে আর্থিক বোঝা চাপানো যাবে না। পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ভাড়া না বাড়ালে সার্বিক ভাবে বাস পরিষেবা দেওয়া খুবই মুশকিল। এদিন এ নিয়ে বৈঠক ছিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের। বাস মালিকদের দাবি, রাজ্য সরকারের উচিৎ ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা। একইসঙ্গে তাঁরা কিছু প্রস্তাবের কথাও বলেন তাঁরা।
তবে রাজ্য সরকার অতিমারির আবহে এখনই ভাড়া বাড়াতে নারাজ। শনিবার চেতলায় এক কর্মসূচীতে যোগ দিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘অতিমারি চলছে। মানুষের হাতে এমনিই টাকা পয়সা নেই। এই অবস্থায় কোনও ভাবেই ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাস মালিকদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে। বর্তমান সময়ের কথা মাথায় রেখে তাঁদের ওপরে বাড়তি আর্থিক চাপ দেওয়া যাবে না।’