শুভেন্দু অধিকারীকে এবার সরিয়ে দেওয়া হল তমলুকের এক জনকল্যাণ কমিটি থেকেও। পরিবর্তে সভাপতি করা হল সৌমেন মহাপাত্রকে। ঘটনাটি ঘটেছে তমলুকের নিমতৌড়িতে। জানা গিয়েছে, এলাকার স্মৃতিসৌধ জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে শুভেন্দুকে। কমিটির সমস্ত সদস্যদের মতামত নিয়েই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির কোষাধ্যক্ষ।
জানা গিয়েছে, তমলুকের নিমতৌড়ির এই কমিটি স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের স্মৃতিবিজড়িত হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরে এই কমিটির সদস্য ছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি তখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার তাঁর প্রতি আস্থা হারিয়েছেন জনকল্যাণ কমিটির সদস্যরা।
এই প্রসঙ্গে কোষাধ্যক্ষ সোমনাথ বেরা বলেন, ‘দু’টি কারণে অপসারণের এই সিদ্ধান্ত। প্রথমত গত ৬ জুলাই শুভেন্দুর সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়েছে। ফলে পুনরায় নতুন কমিটি গড়ে সভাপতি নির্বাচিত করতেই হত। দ্বিতীয়ত এই কমিটির কোনও সদস্যই আর শুভেন্দুকে এই পদে চান না। কারণ তিনি এখন নিজের আদর্শ থেকে বিচ্যূত হয়েছেন।’ অভিযোগ উঠেছে, ২০২১২ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতার বলেই এই কমিটির সভাপতির পদ ধরে রেখেছিলেন বর্তমান বিরোধী দলনেতা। জানা গিয়েছে, সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে সোমেন মহাপাত্রর নাম প্রস্তাব করা হয়। তিনি বলেন, ‘সাত দিনের মধ্যেই নতুন কমিটি গঠন করা হবে।’