গত রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে বেজায় খুশি মমতা। পাল্টা ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালেন হাসিনাকে। লিখলেন, ‘হাড়িভাঙা আমের নাম অনেক শুনেছিলাম। কিন্তু খাইনি কখনও’।
আম পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী শুক্রবার ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সেখানে তিনি ‘হাসিনাদি’ সম্বোধন করে লিখেছেন, আপনার পাঠানো আম পেয়ে খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনও হয়নি। আপনি এত আম পাঠিয়েছেন যে আমি দুহাত ভরে বিলিয়েছি’।
এই আমের মধ্যে বাংলাদেশের মাটির সৌরভ মিশে আছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। লিখেছেন, ‘এই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত’।
শুধু মমতা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আম উপহার পাঠিয়েছেন হাসিনা। হাড়িভাঙা আম পেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। জানা গেছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ২ হাজার ৬০০ কেজি আম পাঠিয়েছেন তিনি।