ফের ভুয়ো প্রচার বিজেপি আইটি সেলের। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ এক মহিলাকে গাছের সাথে বেঁধে রেখে অত্যাচার করছে। দাবি করা হচ্ছে এটি বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনা, যেখানে তৃণমূলের গুন্ডারা বিজেপি সমর্থকরা মহিলাকে মারছে। ভিডিওটির সাথে লেখা হচ্ছে, “এতো কিছু দেখার পরেও মমতার দালালরা নিজেদের চোখ বন্ধ রাখবে। তৃণমূলের দুষ্কৃতীরা সবাইকে কুকুরের মতো মারবে। এই মেয়েটির একমাত্র দোষ সে দলিত এবং তার ভাই বিজেপি সমর্থক। কোথায় এখন সংবাদ মাধ্যম?”
এবার আসা যাক সত্যিতে। ঘটনাটি আদতে মধ্যপ্রদেশের অলিরাজপুর জেলার বোরি থানার ঘটনা। নানচি অজনার নামেই এই মহিলা শ্বশুর বাড়ি ছাড়ার পর তাঁর আত্মীয়রা তাঁকে ভয়ঙ্কর ভাবে মারে। তাঁর চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মারা হয় এবং পরবর্তীতে তাঁকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়। সুতরাং বাংলার ভোট পরবর্তী হিংসা বলে চালানো পোস্টটি পুরোপুরি মিথ্যে।