দেশে আছড়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। সংক্রমণের গ্রাফ অনেকটাই নিম্নমুখী হয়েছে। কিন্তু সেই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। বিপদ যে এখনও কাটেনি এবং করোনা বিধির অবহেলায় রাতারাতি দেশে ফের ফিরে আসতে এপ্রিল-মে মাসের ভয়াবহ সময়, তাতে ভ্রুক্ষেপ নেই বহু মানুষেরই। দুই বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে পর্যটকদের ঠাসাঠাসি ভিড়ের নতুন ভিডিও সে কথাই নতুন করে বুঝিয়ে দিল।
সম্প্রতিই ভাইরাল হয়েছে ভিড়ে ঠাসা মানালির ছবি। এবার সামনে এল মুসৌরির কেম্পটি ফলসের সামনে জনতার ভিড়ের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, দল বেঁধে পর্যটকরা জলপ্রপাতের জলে স্নান করছেন। অথচ কারও মুখেই নেই মাস্ক! সামাজিক দূরত্বকেও রীতিমতো বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে গায়ে গায়ে দাঁড়িয়ে স্নান ও ছুটি কাটানোর মুডে সবাই। দেখে বোঝার উপায় নেই এই ভিডিও অতিমারীর আগের না পরের। স্বাভাবিকভাবেই এমন ভিডিও দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। কাঠগড়ায় তুলেছেন সে রাজ্যের বিজেপি সরকারকে।