মঙ্গলবার সকালে চেন্নাইয়ের এক হাসপাতালে প্রয়াত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। দীর্ঘদিন ধরে কোভিড পরবর্তী সমস্যা ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি থাকার পর কয়েকদিন আগে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল ফুসফুস প্রতিস্থাপনের জন্যে। এদিন সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কৃষ্ণা রায়ের মৃত্যুতে এদিন শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় ও শুভ্রাংশুর প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
এদিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক বার্তা প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ এর আগে জুন মাসে কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।