দুর্নীতি রুখতে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পে কড়া নজর রাখছে প্রশাসন। আর সেই নজরদারির ফলে বাতিল হচ্ছে একের পর এক ভুয়ো আবেদন। এবার যেমন নবান্নের পরিসংখ্যান থেকে জানা গেল, পূর্ব মেদিনীপুর অর্থাত্ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর জেলা থেকে সবচেয়ে বেশি ভুয়ো আবেদন জমা পড়েছিল। যার বেশিরভাগটাই বাতিল করেছে সরকার।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা থেকে দুয়ারে ত্রাণের আবেদন জমা পড়েছিল মোট ১ লক্ষ ১৭ হাজার ৬৫৪টি। বাতিল হয়েছে ৭২ হাজার ৮৭৮টি আবেদন। নবান্নের তথ্য বলছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক থেকে আবেদন জমা পড়েছিল ১৪ হাজার ৩৫০টি। বাতিল হয়েছে ১২ হাজার ৩৯৬টি। নন্দীগ্রাম-২ থেকে সরকারের ঘরে আবেদন জমা পড়েছিল ৭ হাজার ৬২৩টি। বাতিল হয়েছে ৬ হাজার ৫২৯টি।
দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং বীরভূম– এই আটটি জেলা থেকে রাজ্য সরকারের কাছে দুয়ারে ত্রাণের আবেদন জমা পড়েছিল ৩ লক্ষ ৮১ হাজার ৭৭৪টি। তার মধ্যে স্ক্রুটিনির পর বাতিল হয়েছে এক লক্ষ ৮৬ হাজার ৮১৫টি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ১ লক্ষ ৬২ হাজার ৫৮৬টি। বাতিল হয়েছে ৬৩ হাজার ৯৬৬টি।