গত বছরেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে নাগরিকত্ব আইন বিরোধী সভায় গুলি চালিয়েছিল সে। এবার পতৌদিতেও তেমনই কিছু করার হুঁশিয়ারি দিল জামিয়ার সেই বন্দুকবাজ।
লাভ জিহাদ ও জন্মনিয়ন্ত্রণ আইন। এই দু’টি বিষয়ে আলোচনার জন্য গত রবিবার হরিয়ানার পতৌদি অঞ্চলে মহাপঞ্চায়েত ডাকা হয়। সেখানেই সেই ১৭ বছরের বন্দুকবাজ কিশোর ভাষণ দেয়। সে হুমকি দিয়ে বলে, ‘যদি আমি জামিয়া অবধি যেতে পারি, তাহলে পতৌদিও এমন কিছু দূরে নয়। সন্ত্রাসবাদী মানসিকতার লোকেরা যেন সাবধান থাকে।’ উপস্থিত জনতাকে সে বলে, লাভ জিহাদের মাধ্যমে মুসলমানরা যদি হিন্দু মেয়েদের ‘নিয়ে নেয়’, তাহলে আমাদেরও মুসলিম মেয়েদের অপহরণ করা উচিত। তার ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, আমরা যদি আক্রমণ করি, মুসলিমরাও জয় শ্রীরাম বলবে।
২০২০ সালের ৩০ জানুয়ারি ওই ছেলেটি সিএএ বিরোধী সমাবেশে গুলি চালায়। সে বলে ‘ইয়ে লো আজাদি!’ স্লোগান দেয় ‘দেশ মে জো রহনা হোগা, বন্দে মাতরম কহনা হোগা’, ‘দিল্লী পুলিশ জিন্দাবাদ!’ তার গুলিতে এক ছাত্র আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। তার নামে খুনের মামলা হয়। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক পদস্থ অফিসার জানান, তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল। কয়েক মাস পরে সে ছাড়া পেয়ে যায়। পতৌদির মহাপঞ্চায়েত সম্পর্কে তিনি বলেন, এখনও কেউ এসম্পর্কে অভিযোগ করেনি। তবে আমরা তদন্ত করছি।