আগের তুলনায় অনেকটা ছাড় দিলেও করোনা সংক্রমণ ঠেকাতে এখনও বিধিনিষেধ চলছে রাজ্যে। হাতেনাতে যার ফলও পাচ্ছে বাংলা। এবার যেমন কলকাতাতেই পাঁচ মাস পর ফের কোভিডে সংক্রমিতের দৈনিক হার মাত্র পঞ্চাশের ঘরে পৌঁছাল। ভয়ংকরভাবে দ্বিতীয় ঢেউ যে তীব্রতায় শহরে আছড়ে পড়েছিল তাতে এত কম সময়ে দৈনিক সংক্রমণ হার অর্ধশতকে নামিয়ে আনা রাজ্য সরকারের বড় সাফল্য বলে স্বীকার করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সোমবার সন্ধ্যায় রাজ্যের হেলথ বুলেটিনের তথ্য, গত ২৪ ঘণ্টায় কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মাত্র ৫৪ জন নয়া সংক্রমিতের সন্ধান মিলেছে। বৃহত্তর কলকাতায় সংখ্যাটি ৬৪।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সরকারের শেষ বাজেট পেশের দিন মহানগরে দৈনিক সংক্রমিত ছিলেন মাত্র ৪৯ জন। বিধানসভার ভোটপর্বে কোভিড বিধি না মানায় লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি পেয়ে দৈনিক হার প্রায় চার হাজার ছুঁয়ে ফেলে। শেষপর্বের ভোটের দিন ৩০ এপ্রিল মহানগরে সংক্রমণ হার হয় ৩৯২৪। রাজভবনে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন শপথ নেন, সেই ৫ মে শুধুমাত্র তিলোত্তমায় নয়া কোভিড আক্রান্ত ছিল ৩৯৭৩, মৃত্যু হয় ২৫ জনের। বস্তুত সেদিক থেকে মাত্র ৬০ দিনেই ৭৪ গুন হ্রাস পেয়ে প্রায় চার হাজার থেকে সংক্রমণ হার মাত্র ৫৪তে নামিয়ে আনা দেশে সর্বোচ্চ রেকর্ড বলে দাবি কলকাতা পুরসভার।
মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে ব্যাপকহারে সুপার স্প্রেডারদের টিকাকরণ করার জন্য সংক্রমণ হার কমেছে বলে দাবি করেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘সুপার স্প্রেডার ও ৪৫ ঊর্দ্ধদের টিকাকরণ বেশি করে করার সুফল কিছুটা পাওয়া যাচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী জেলার বহু মানুষ এসে পুরসভার সেন্টার থেকে টিকা নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য দফতরকে তাই কলকাতার কোটায় আরও বেশি টিকা দিতে বলেছি। তা হলে কোভিডের সংক্রমণ থেকে শহর আরও সুরক্ষিত রাখতে পারব।’ উল্লেখ্য, দেশের ৩৯টি প্রথমসারির শহরের মধ্যে টিকাকরণে সর্বোচ্চ রেকর্ড গড়েছে কলকাতাই।