বিহারে বর্তমানে যে জোট সরকার চলছে, তাকে একেবারে ‘অযোগ্য’ বলে তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন তেজস্বী ৷ বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বীর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পিছনের দরজা দিয়ে ক্ষমতা পেয়েছেন। এছাড়াও, নীতীশের সরকার করোনা পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি৷ বলেছেন, “শ্মশানে জায়গা নেই৷ গঙ্গায় মৃতদেহ ভাসছে৷ আর সরকারের কাছে কোনও খবর নেই৷”
উল্লেখ্য, গতকাল ছিল আরজেডির ২৫তম প্রতিষ্ঠা দিবস৷ লালুপ্রসাদ যাদবের তৈরি করা এই দল এবার রজত জয়ন্তী বর্ষে পা দিলো৷ তার আগে লালুপুত্র তেজস্বী বললেন, ‘‘নীতীশ বিহারের বিষয় নিয়ে চিন্তিত নন৷ তিনি তাঁর নিজের জীবনের পরবর্তী অংশ সুরক্ষিত করার লক্ষ্যে কাজ করছেন৷ তাঁর অবসরের জন্য আমার শুভেচ্ছা রয়েছে৷ কিন্তু রাজ্যের দিকেও এবার তাঁর তাকানো উচিত৷ আজ, মানুষ মৃল্যবৃদ্ধির বোঝা সামলাচ্ছে। পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে৷ দিনদিন ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ছে৷’’
যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের নীতিশ কুমার আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তেজস্বী যাদব৷ তাঁর দাবি, ‘‘নীতীশ সংগঠিত দুর্নীতির পিতামহ ভীষ্ম৷ তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও দলীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ নীতীশের আমলে ৭০টি দুর্নীতি হয়েছে৷ আজ পর্যন্ত তার একটারও ঠিকভাবে তদন্ত হয়নি।’’ পাশাপাশি তিনি বলেন, বিহারে বর্তমানে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ঘুষ ছাড়া এখানে কোনও কাজ হয় না৷ তেজস্বীর বক্তব্য, তাঁর বাবা লালুপ্রসাদ যাদব যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই পরিস্থিতি ছিল না৷