করোনা আবহে বন্ধ রয়েছে শিক্ষাপ্রাঙ্গনগুলি। তবে পড়াশোনা চালু রয়েছে অনলাইনেই। তাই এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তি নিয়ে তৎপরতা শুরু করে দিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সূত্রের খবর, বুধবার বিকেল পাঁচটা থেকে উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি কী ভাবে নেওয়া যেতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা বা রূপরেখা দিয়ে দিতে পারেন শিক্ষা মন্ত্রী।
ইতিমধ্যেই উপাচার্যদের সেই বৈঠকের সময়সীমা জানানো হলেও কী নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে অবশ্য বিস্তারিত জানানো হয়নি। মনে করা হচ্ছে যেহেতু জুলাই মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ সহ সিবিএসই,আইএসসির ফল প্রকাশ হয়ে যাবে। সেক্ষেত্রে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আলোচনা হতে পারে। বুধবারের বৈঠক ভার্চুয়ালি করা হবে বলে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে উপাচার্যদের জানানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে কীভাবে ছাত্র ভর্তি করা হবে? বিশেষত যেখানে চলতি বছরে করোনার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেই পারেনি রাজ্য সরকার। পাশাপাশি সিবিএসসি ক্লাস টুয়েলভে পরীক্ষা এবং আই এস সি পরীক্ষাও নেওয়া যায়নি করোনা পরিস্থিতির কারণে। ফলত কোন কোন উপায়ে কলেজে প্রথম বর্ষের ছাত্র ছাত্রী ভর্তি করানো সম্ভব, তা নিয়েই এবার আলোচনা করতে চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষা গুলি নিয়ে একটি পর্যালোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্রাত্য বসু প্রথম যে বৈঠক করেছিলেন উপাচার্যদের নিয়ে, সেটি ছিল কার্যত সৌজন্যমূলক সাক্ষাৎ। কিন্তু এবারের বৈঠকে যে বিশ্ববিদ্যালয়গুলির সম্পর্কে কিছু রিপোর্ট এবং পরীক্ষা-ভর্তি নিয়ে আলোচনা হতে চলেছে তা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
ইতিমধ্যেই যাদবপুর,কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় প্রস্তুতি শুরু করেছে ভর্তি প্রক্রিয়া নিয়ে। সেক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে নাকি তা নিয়েও রাজ্যের অবস্থানের দিকে তাকিয়ে উপাচার্যরা। তবে শুধু পড়ুয়াদের ভর্তি করাই নয়, সেই পরীক্ষাগুলি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের বৈঠকে।