বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হওয়া দলের নতুন বিধায়কদের পাঠ দিতে বিধানসভায় এখন তৃণমূল পরিষদীয় দলের বৈঠক চলছে। নিউকামারদের ‘ক্লাস’ নিচ্ছেন বর্ষীয়ান মন্ত্রী, বিধায়করা। আজ সকাল সাড়ে ১০টার সময় শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন। তারপর ১২টা থেকেই নতুন বিধায়কদের নিয়ে পরিষদীয় রাজনীতির ‘কর্মশালা’ শুরু হয়েছে।
বিধানসভায় বিজেপি বিধায়কদের কিভাবে মোকাবিলা করতে হবে, তা এই কর্মশালার অন্যতম আলোচ্য। বিধানসভায় প্রথমদিনেই রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিক্ষোভ দেখিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই সরকারের প্রতি আক্রমণাত্মক মেজাজ ছড়িয়েছেন। সূত্রের খবর, তাঁদের সঙ্গে লড়াই করতে কী কী কৌশল অবলম্বন করতে হবে, তাও বাতলে দেওয়া হচ্ছে এই ক্লাসে। অধিবেশন কক্ষে কী করা যাবে, আর কী করা যাবে না, তাও শেখানো হচ্ছে।
তৃণমূলের বিধায়ক সংখ্যা ২১০ জন। সূত্রের খবর, এদের প্রত্যেককেই নিয়মিত বিধানসভায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। কোনও কারণে আসতে না পারলে, তা আগেই জানাতে হবে। জানা গেছে, বিধানসভায় বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না বলে ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে নবনির্বাচিত বিধায়কদের।
শুক্রবার ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। এরপরই বিধানসভায় দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহকর্মীদের নির্দেশ দেন পরিষদীয় দলের পক্ষ থেকে নতুন বিধায়কদের শিখিয়ে-পড়িয়ে নেওয়ার। সেই মতো শুরু হয়েছে কর্মশালা। সেখানে নব নির্বাচিত বিধায়কদের আলাদা করে কয়েকটি বিষয় বলে দেওয়া হচ্ছে। এক প্রবীণ বিধায়ক বলেন, নতুন বিধায়কদের অনেক কিছুই শিখতে হবে।