উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে গত শনিবারই বিজেপি বিধায়কদের বৈঠকে সর্বসস্মত ভাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেব পুষ্কর সিংহ ধামির নাম অনুমোদিত হয় বলে দলের তরফে জানানো হয়েছে। তারপরেই শুরু হয় বিতর্ক। আজ সকালে তার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সঙ্গে হাজার হাজার কটাক্ষ ও নিন্দার ঝড়।
উক্ত ছবিটিতে দেখা যাচ্ছে, মদ্যপানের আসরে বসেছেন কিছু লোক, যাদের মধ্যে একজনের সঙ্গে পুষ্কর সিংহ ধামীর সাদৃশ্য আছে। তারপরেই এই ছবি ভাইরাল। অনেকেই বলা আরম্ভ করেছেন, “গৈরিক তকমার তলায়, এসবই আসলে বিজেপির আসল রূপ।”
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ অগস্ট বিকেল ৫ টা ৩৫ মিনিটে টুইটারে একটি পোস্ট হয়েছিল পুষ্করের অ্যাকাউন্ট থেকে। ‘অখণ্ড ভারত’ হিসেবে দাবি করে যে মানচিত্র পোস্ট করা হয়েছিল, তাতে লাদাখ এবং পাকিস্তান-অধ্যুষিত কাশ্মীর নেই বলে অভিযোগ করা হয়েছে। এই পোস্টটি নিয়েও শুরু হয়েছে বিতর্ক।