ফ্রান্সে নতুন করে মাথাচাড়া দিয়েছে রাফাল-বিতর্ক। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে মোদী সরকারের করা চুক্তি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে সে দেশের সরকার। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের থেকে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল মোদী সরকার। ৫৯ হাজার কোটি টাকার এই চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিল কংগ্রেস। এবার ফ্রান্সেই ওই চুক্তি নিয়ে তদন্ত শুরু হওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, রাফাল তদন্তকে অতি স্পর্শকাতর বলে উল্লেখ করেছে ফরাসি সরকার। মূলত অর্থনৈতিক বেনিয়ম ও চুক্তিতে পক্ষপাতের তদন্ত হচ্ছে। শনিবারই রাহুল গান্ধী রাফাল চুক্তি নিয়ে জয়েন্ট পার্লামেন্টরি কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছিলেন। রবিবার ফের তিনি বলেন, ফরাসি সরকার যে তদন্ত শুরু করেছে তা নিয়ে মোদী সরকার নীরব কেন? কংগ্রেসের অভিযোগ, যে বিমানের দাম ৫৭০ কোটি টাকা তা কেনা হয়েছে ১৬৭০ কোটি টাকা দিয়ে। এই অতিরিক্ত টাকাই ফোঁড়েদের পকেটে গিয়েছে বলে অভিযোগ।
উল্লেখ্য, এর আগে রাফাল নিয়ে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তা খারিজ করে দিয়েছিলেন। যদিও অবসরের পর গগৈয়ের রাজ্যসভায় মনোনীত হওয়াকে ইঙ্গিত করে দুদিন আগে রাহুল গান্ধী বলেছিলেন, জেপিসি-র রাজ্যসভার সাংসদ হওয়ার প্রয়োজন নেই। তবে অনেকের মতে, ফরাসি সরকার যে তদন্ত শুরু করেছে তাতে চাপে রয়েছে মোদী সরকারও। যে ভাবে এই তদন্তকে অতি স্পর্শকাতর আখ্যা দিয়ে আর্থিক বেনিয়ম ও পক্ষপাত নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে তা নরেন্দ্র মোদী সরকারকে অস্বস্তিতে রাখবে বলেই মত অনেকের।