এবারের বিধানসভা নির্বাচন ভাঙড় থেকে জিতেছে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী৷ আর তারপর থেকেই রাজনৈতিক সংঘর্ষ বা বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলছে সেখানে৷ এবার যেমন তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের ওপর হামলার অভিযোগ উঠল। জানা গিয়েছে, সোমবার ভাঙড়ে আরাবুল পুত্র হাকিমুল ইসলামের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির বিরুদ্ধে। এলাকার পোলেরহাট দু’নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে হাকিমুলের উপর হামলা চালানো হয়। অভিযোগ, মারধর করা হয় পঞ্চায়ে প্রধানের স্বামীকেও। ভাঙচুর চালানো হয় বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতেও। আহত হাকিমুল ও পঞ্চায়েত প্রধানের স্বামীর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।