রাফাল কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসের কটাক্ষের শিকার হয়েছে বিজেপি। আর এবার গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন রাফাল প্রসঙ্গে তিনি সরাসরি আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একইসঙ্গে তদন্তেরও দাবি জানান।
সম্প্রতি ফের আলোচনায় উঠে এসেছে রাফাল চুক্তি। ভারত এবং ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে ৫৯ হাজার কোটি টাকার রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তিতে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আর তাই এই চুক্তির তদন্ত করতে এক বিচারককে নিয়োগ করেছে ফরাসি আইনবিভাগ। আর তারপর থেকেই এই ইস্যুতে বারবার মোদী সরকারকে আক্রমণ করা হচ্ছে।
রবিবার সাংবাদিক বৈঠক থেকে মোদীকে ও কেন্দ্রকে আক্রমণ করলেন সুখেন্দুশেখর রায়। তিনি অভিযোগের সুরে বললেন, “৫২৬ কোটি টাকা দামে যে যুদ্ধবিমান গুলি কেনার কথা ছিল। পরে তা ১৬৭০ কোটি টাকা অর্থাৎ তিনগুণ দামে তা কেনা হল। কেন হল, কী কারণে হল, তা কেউ জানে না।” যুদ্ধবিমানের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, রাফাল-বিতর্কে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার কল্যাণ বলেন, “রাফাল কেন আরও কতশত দুর্নীতির খবর আসবে, এবার এক এক করে খালি দেখতে থাকুন। মোদীর দাড়ি যত বাড়ছে তত কোরাপশনও পাল্লা দিয়ে বাড়ছে। যত রকম অপরাধ করাপশন আছে বিজেপি তার মাস্টারমাইন্ড। দুর্নীতিগ্রস্ত একটা সরকার। আমরা চাই ফ্রান্স সরকার এর তদন্ত করুক। তাহলেই তো সামনে আসবে আসল গল্প।”