মাত্র চারমাসের মধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বদল করা হল। নতুন মুখ্যমন্ত্রী হলেন পুস্কর সিংহ ধামি। গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিরথ সিংহ রাওয়াত। শনিবার উত্তরাখণ্ডে বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসেছিল। ওই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। সূত্রের খবর, বিজেপির ৫৭ জন বিধায়ক ধামিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। উল্লেখ্য, বছর গড়ালেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে যেভাবে কয়েক মাসের মধ্যে এভাবে মুখ্যমন্ত্রী বদল করা হল, তা রাজনৈতিক দিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কয়েক মাস আগেই তিরথ সিংহ রাওয়াতকে মুখ্যমন্ত্রীর গদিতে বসানো হয়েছিল। কিন্তু, দলীয় অসন্তোষ সামাল দিতে তিরথ ব্যর্থ হয়েছেন বলে খবর। সেই সঙ্গে তাঁর একাধিক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।
প্রসঙ্গত, তিরথ সিংহ রাওয়াতের আগে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। কিন্তু তার বিরুদ্ধে স্বজনপোষণ ও নানা দুর্নীতির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে তাঁকে সরিয়ে দেয় বিজেপি। তাঁর জায়গায় বসানো হয় তিরথ সিংহ রাওয়াতকে। এদিকে, ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন তিরথ সিংহ রাওয়াত। নিয়ম অনুযায়ী ছয় মাস, ১০ই সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হত রাওয়াতকে। কিন্তু, উত্তরাখন্ডের যে দুটি কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই দুটি কেন্দ্র থেকে তিরথ সিংহ রাওয়াতের জয়লাভ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে নেতৃত্বের। অন্যদিকে, তিরথ সিং রাওয়াতের পছন্দের আসনে উপনির্বাচন চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই হয়তো পদত্যাগ করছেন তিরথ সিংহ রাওয়াত, ধারণা রাজনৈতিক মহলের।