সুন্দরবনে ম্যানগ্রোভের যে কতটা প্রয়োজনীয়তা কতটা, তা এখন রীতিমতো হাড়ে হাড়ে টের পাচ্ছেন এলাকার মানুষজন। যশ বা আম্ফানের পর তা আরও প্রকট হয়ে ওঠে। প্রসঙ্গত, আম্ফানের পরে সুন্দরবন এলাকায় ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে মাতলার চর পড়ে নষ্ট হচ্ছে কয়েক লাখ ম্যানগ্রোভ চারা। এবার গ্রাম রক্ষায় ম্যানগ্রোভ রোপণের কাজে এগিয়ে এলেন ঝড়খালির মহিলারা।
যশের প্রকোপ বদলে দিয়েছে গ্রামের চেহারা। ঝড়খালিতে গ্রামের মহিলারা নিজেরাই উদ্যোগ নিয়ে মাতলা নদীর তীরে রোপণ করলেন কয়েক হাজার ম্যানগ্রোভ চারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের এলাকার সাধারণ মানুষ। ঝড় ও জলচ্ছ্বাসের তান্ডবে হারাতে বসেছে সুন্দরবনের রুপ ও সৌন্দর্য। নষ্ট হয়ে গিয়েছে সুন্দরবনের বনাঞ্চলের বিশাল অংশ। তে ফিরয়ে আনতে ওই উদ্যোগের চিত্র ধরা পড়ল সুন্দরবনে। উল্লেখ্য, এবার যশের পর সুন্দরবনে ম্যানগ্রোভ রোপণের উপরেই জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুনে চারা রোপণের পাশাপাশি গতবার আম্ফানের পর যেসব চারা রোপণ করার কথা ছিল তার কী হল তা নিয়ে খোঁজ খবর করার নির্দেশও দিয়েছিলেন তিনি।