কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আগেই ‘কঠোর থেকে কঠোরতম শাস্তি’র নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটিও গঠন করেছে রাজ্য। প্রশাসন এমন কোমড় বেঁধে নামতেই এবার কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশের জালে আরও এক। দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
সূত্রের খবর, অরবিন্দ প্রাক্তণলন বিএসএফ কর্মী। অবসর নেওয়ার পরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন তিনি। রাজ্য সরকারের নিয়োগপত্র জাল করেই নাকি তাকে কাজে বহাল করেছিল দেবাঞ্জন। প্রায় ৪১ হাজার টাকা বেতনে কাজে যোগ দেয় অরবিন্দ। প্রথমে না বুঝলেও, দীর্ঘদিন দেবাঞ্জনের সঙ্গে থেকে সে বুঝতে পেরেছিল ওই ব্যক্তি ভুয়ো আইএএস। অভিযোগ, তবুও তাঁকে মদত দেন অরবিন্দ। এমনকি সোনারপুরের ক্যাম্প গড়তেও সাহায্য করে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। শুক্রবারই আদালতে তোলা হবে ধৃতকে।