তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই ফের শুরু উন্নয়নের কর্মযজ্ঞ। এবার আরও একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বাজেটেই সেই ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে এবার উত্তরবঙ্গের চা, পর্যটন ও অন্যানা কৃষিনির্ভন শিল্পের কথা মাথায় রেখে কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও শিল্প-বাণিজ্য সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে দেশ-বিদেশের শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হবে।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন। তাই উত্তরবঙ্গের উন্নয়নের ব্যাপারে তিনি নিজেই দপ্তরের অফিসারদের কাছে খোঁজখবর নিচ্ছেন। উত্তরবঙ্গের জন্যে এবার বাজেটে যে বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন বলে জানা গিয়েছে, সেখানে যেমন পর্যটন, চা এবং কৃষি নির্ভর শিল্পের উন্নয়নের কথা থাকবে তেমনই স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা পরিকাঠামো উন্নয়নেও নজর দেওয়ার বিস্তারিত পরিকল্পনার রূপরেখা থাকবে।
সূত্রের খবর, বাজেট তৈরির আগে তাই উত্তরবঙ্গ নিয়ে একপ্রস্থ আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেইমতো বাজেটে উত্তরবঙ্গের জন্য প্যাকেজের পরিকল্পনা নেওয়া হযেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকারের অনেকগুলি পরিকল্পনা রয়েছে। তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।’